আলী ইমাম মজুমদারের স্ত্রীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:০৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের স্ত্রী ইসমত আরা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার শেষ রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ডায়াবেটিস ও হার্টের রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ইসমত আরা।
রাত সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে আলী ইমাম মজুমদার লিখেছেন, আমার জীবনসঙ্গিনী অল্প কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তার জন্যে দোয়া কামনা করছি।