সিলেটে কুয়াশা বাড়লেও তাপমাত্রা কমবে না
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ১১:০৪:৫৪ অপরাহ্ন
দেশের ৮ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ
স্টাফ রিপোর্টার : গত কয়েকদিন ধরে সিলেটে শীতের অনুভূতি বেড়েছে। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। গতকাল সকালেও কুয়াশার চাদরে আবৃত ছিল নগর থেকে গ্রাম। তবে বেলা বাড়ার সঙ্গে দেখা মিলেছে সূর্যের। আগামী ১০ দিন এভাবেই চলবে, তবে কমবে না তাপমাত্রা। শ্রীমঙ্গলে থাকবে মৃদু শৈত্যপ্রবাহ। এমন তথ্য জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, দেশের আট অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে আগামী ১০ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নামার আশঙ্কা কম। এ সময়ের মধ্যে ঘন কুয়াশা থাকলেও তাপমাত্রা কমবে না। তিনি বলেন, কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেশি থাকলেও তাপমাত্রা বাড়বে। দেরিতে হলেও আকাশে সূর্যের দেখা মিলবে।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, গত বছরের ৯ জানুয়ারি সিলেট নগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার শীত শুরুর পর সিলেট নগরে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামেনি। বৃহস্পতিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দেশের আট অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। অঞ্চলগুলো হলো, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চল।
বৃহস্পতিবার সকালে রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৫, দিনাজপুরে ৯ দশমিক ৮, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ও কুষ্টিয়ার কুমারখালীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।