ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:৪৩:৩০ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ ফজর সংগঠনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মজলিস মিলনায়তনে পতাকা উত্তোলন, খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ছাত্র মজলিস শাবিপ্রবির প্রাক্তন সভাপতি খসরুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর বায়তুলমাল ও ক্যাম্পাস সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি