কুলাউড়ায় রংগীরকুল মোহাম্মদিয়া মাদরাসার ভিত্তিস্থাপন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:৪৫:১১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলায় রংগীরকুল মোহাম্মদিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নব-প্রতিষ্ঠিত মাদরাসার ভিত্তি স্থাপন করেন প্রধান অতিথি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরার আলেমে দ্বীন মাওলানা হাফিজ আব্দুল জলিল ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
মাদরাসার অন্যতম পরিচালক কাজী মোঃ মখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মতিন, আব্দুল হান্নান, মোস্তফা কামাল, মুহিতুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। পরে মাদরাসা প্রতিষ্ঠার সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিজ্ঞপ্তি