বড়লেখায় চোরাই চিনিসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৭:৪১:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় বুধবার রাতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা সদরের একটি দোকানে অভিযান চালিয়ে ৪৩ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে। এসময় চোরাই চিনি ব্যবসায় সম্পৃক্ততার দায়ে ব্যবসায়ী আব্দুল অদুদকে আটক করা হয়। তিনি উপজেলার তালিমপুর ইউনিয়নের মৃত তজম্মুল আলীর ছেলে। এ ব্যাপারে র্যাবের এসআই অসিত মন্ডল বৃহস্পতিবার দুপুরে আটক আব্দুল অদুদকে থানায় সোপর্দ করে দুইজনকে আসামী করে চোরাচালান আইনে মামলা দায়ের করেন।
জানা গেছে, বড়লেখা বাজারের স্টেশন রোডস্থ ঘোষ মার্কেটের মুদি ব্যবসায়ী আব্দুল অদুদের মালিকানাধীন ‘অদুদ এন্ড ব্রাদার্স’ নামক দোকানে র্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৪৩ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেন। অবৈধভাবে ভারতীয় চিনি হেফাজতে রাখার অপরাধে র্যাব-৯ এর আভিযানিক কর্মকতা ব্যবসায়ী আব্দুল অদুদকে আটক করেন।
থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, র্যাব-৯ (শ্রীমঙ্গল) এর এসআই অসিত মন্ডল কর্তৃক দাযেরকৃত মামলায় গ্রেফতার আসামী আব্দুল অদুদকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ চিনি থানা হেফাজতে রক্ষিত আছে।