সুবিদবাজারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:০১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সুবিদবাজার এলাকা থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
কিশোরীর নাম জান্নাত আরা শিপা (১৩)। পরিবারের সঙ্গে তিনি নুরানী আবাসিক এলাকার ৫১/১০ নং বাসায় থাকতেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মায়নুল জাকির।
তিনি জানান- মেয়েটির মা নেই। বাবা অসুস্থ। দিনের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করে। প্রতিবেশিরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সেটি নামিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠায়। তবে কী কারণে শিপা আত্মহত্যা করেছে সেটি এখনও জানতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে।