বড়লেখার সন্তান জামুকা ডিজি’র পিএইচডি ডিগ্রি অর্জন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৬:১১:১৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃতী সন্তান জহুরুল ইসলাম রোহেল ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ.ম শরিফুল হুদার তত্ত্বাবধানে ‘গরমৎধহঃং ফযধশধ পরঃু ফঁব ঃড় হধঃঁৎধষ ফরংধংঃবৎ; অ মবড়মৎধঢ়যরপধষ অংংবংংসবহঃ’ বিষয়ের উপর তিনি গবেষণা করেন। গত বছরের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১০তম সভায় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ড. জহুরুল ইসলাম রোহেল ১৯৬৫ সালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ওয়াছিল আলী এবং মাতা মরহুমা জাহানারা বেগম চৌধুরী।
কর্মজীবনে তিনি সিলেটের গোয়াইনঘাট ও নবীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে গাইবান্ধার জেলা প্রশাসক, স্বাস্থ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বর্তমানে জামুকার মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত রয়েছেন।
চাকুরীরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে এমবিএ, ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ২০১০ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে পিজিডি ডিগ্রি এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।
ড. জহুরুল ইসলাম রোহেলের সহধর্মীনি ফারহানা চৌধুরী ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। ছেলে রুশাত তানজিম ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ও মেয়ে নাহিয়ান তাসনিম কানাডার টরেন্টোয় ব্রুক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।