সুনামগঞ্জ পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৬:১১:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে উজ্জীবিত করার লক্ষ্যে সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহ¯পতিবার সন্ধ্যায় সদর থানা প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু সাঈদ। খন্দকার আলকাছ আমিনা হাসপাতালের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে অর্ধশতাধিক দল অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম খান, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক খন্দকার মঞ্জুর আহমদ, ডিবির ওসি নন্দন কান্তি ধর, বিশ্বম্ভপুর থানার ওসি ইকবাল হোসেন, আনছার জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, এনএসআই ডেপুটি পরিচালক মো. আরিফুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।