ছাত্র মজলিসের প্রতিষ্ঠা দিবসে গোয়াইনঘাটে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৬:১৬:৫২ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখার উদ্যোগে গোয়াইনঘাট থানা সদরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা উত্তর ছাত্র মজলিস সভাপতি মারজানুল আযহার জুনেদের সভাপতিত্বে র্যালীটি গোয়াইনঘাট থানা সদরের বশির হাজীর মার্কেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস এলাকায় এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্তি হয়। শাখা সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন। এর আগে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, গোয়াইনঘাট উত্তরের সাবেক সভাপতি তানজিল হোসেন, সাবেক ছাত্রনেতা আখলাক হোসাইন, বায়তুলমাল সম্পাদক সুফিয়ান আহমদ ও প্রচার সম্পাদক রায়হান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি