তাহফীজুল কুরআন শিক্ষা বোডের ফল প্রকাশ, পাশের হার ৯০.১৫%
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৬:৫৬:৩৪ অপরাহ্ন
সিলেট বিভাগে বেসরকারী উদ্যোগে গঠিত তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের ২০২২ সালের হিফজুল কুরআন (তাকমীল) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার বোর্ডের প্রধান কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সভাপতিত্বে ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদের পরিচালনায় বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, সহকারী সচিব অধ্যক্ষ ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ, অফিস সেক্রেটারী হাফিজ মাওলানা মুজিবুর রহমান ও সহ অফিস সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুল হালিম প্রমূখ।
সিলেট বিভাগের প্রায় অর্ধ শতাধিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান প্রতিবারের ন্যায় এবারও হিফজ তাকমীল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাশের হার ৯০.১৫%। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ১৫০ জন। এর মধ্যে ৫৫ জন গোল্ডেন এ প্লাস, ৮ জন এ প্লাস, ২৫ জন এ, ৩৩ জন এ মাইনাস, ৮ জন বি গ্রেড পেয়েছেন। এছাড়া পরীক্ষায় ১৪ জন অকৃতকার্য হন এবং ৮ জন অনুপস্থিত ছিলেন।
২০২২ সালের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের গ্রেড ও রোল নাম্বার :
গ্রেড গোল্ডেন এ প্লাস : ব-০০১৬৩৩, ব-০০১৫৭৩, ব-০০১৫৫২, ব-০০১৬৩৬, ব-০০১৫৫০, ব-০০১৬১৪, ব-০০১৬২৬, ব-০০১৬১৫, ব-০০১৫৯৯, ব-০০১৬৩৫, ব-০০১৬২১, ব-০০১৬০২, ব-০০১৬০০, ব-০০১৫১৬, ব-০০১৫২২, ব-০০১৫২৩, ব-০০১৫২৮, ব-০০১৫২৯, ব-০০১৫৩০, ব-০০১৫৪২, ব-০০১৫৪৩, ব-০০১৫৪৪, ব-০০১৫৪৭, ব-০০১৫৪৮, ব-০০১৫৪৯, ব-০০১৫৫৪, ব-০০১৫৭০, ব-০০১৫৭১, ব-০০১৫৭২, ব-০০১৫৭৫, ব-০০১৫৮৪, ব-০০১৫৮৫, ব-০০১৫৮৮, ব-০০১৫৯২, ব-০০১৫৯৩, ব-০০১৫৯৫, ব-০০১৫৯৭, ব-০০১৫৯৮, ব-০০১৬০১, ব-০০১৬০৬, ব-০০১৬০৮, ব-০০১৬১১, ব-০০১৬১২, ব-০০১৬১৭, ব-০০১৬২০, ব-০০১৬২২, ব-০০১৬২৩, ব-০০১৬২৭, ব-০০১৬২৯, ব-০০১৬৩১, ব-০০১৬৩৪, ব-০০১৬৩৯, ব-০০১৬৪০, ব-০০১৬৪১, ব-০০১৬৪৩।
গ্রেড এ প্লাস : ব-০০১৪৯৫, ব-০০১৫২৭, ব-০০১৫৪১, ব-০০১৫৯৪, ব-০০১৬০৩, ব-০০১৬০৭, ব-০০১৬২৮, ব-০০১৬৪৪।
গ্রেড এ : ব-০০১৪৯৬, ব-০০১৪৯৮, ব-০০১৪৯৯, ব-০০১৫০৩, ব-০০১৫০৬, ব-০০১৫০৮, ব-০০১৫১৩, ব-০০১৫৩১, ব-০০১৫৪৫, ব-০০১৫৪৬, ব-০০১৫৫৩, ব-০০১৫৫৭, ব-০০১৫৫৯, ব-০০১৫৬৯, ব-০০১৫৭৭, ব-০০১৫৮৩, ব-০০১৫৮৬, ব-০০১৫৮৭, ব-০০১৫৯১, ব-০০১৫৯৬, ব-০০১৬০৫, ব-০০১৬০৯, ব-০০১৬১৩, ব-০০১৬১৮, ব-০০১৬১৯।
গ্রেড এ মাইনাস : ব-০০১৫০১, ব-০০১৫০২, ব-০০১৫১০, ব-০০১৫১২, ব-০০১৫১৪, ব-০০১৫১৫, ব-০০১৫১৮, ব-০০১৫১৯, ব-০০১৫২০, ব-০০১৫২১, ব-০০১৫২৫, ব-০০১৫২৬, ব-০০১৫৩৩, ব-০০১৫৩৮, ব-০০১৫৩৯, ব-০০১৫৪০, ব-০০১৫৫৫, ব-০০১৫৫৬, ব-০০১৫৫৮, ব-০০১৫৬৬, ব-০০১৫৬৯, ব-০০১৫৭৪, ব-০০১৫৮০, ব-০০১৫৮৯, ব-০০১৫৯০, ব-০০১৬১০, ব-০০১৬১৬, ব-০০১৬২৪, ব-০০১৬২৫, ব-০০১৬৩০, ব-০০১৬৩২, ব-০০১৬৩৭, ব-০০১৬৪২,
গ্রেড বি : ব-০০১৪৯৭, ব-০০১৫০৪, ব-০০১৫০৭, ব-০০১৫১১, ব-০০১৫৩২, ব-০০১৫৫৬২, ব-০০১৫৮১, ব-০০১৬৩৮।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি ও সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে। এদিকে, ফলাফল ঘোষণা শেষে বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি