১৬নং ওয়ার্ডে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:১৮:২৪ অপরাহ্ন
সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার উদ্যোগে ১৬নং ওয়ার্ডের জেলরোড এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নূরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমীর রফিকুল ইসলাম ও নায়েবে আমীর নজরুল ইসলাম শুয়েব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ইলিয়াস আলী তালুকদার, সমাজসেবী তামিম খান, জামায়াত নেতা শহীদ আহমদ ও মাওলানা আব্দুল খালেক প্রমূখ। বিজ্ঞপ্তি