কুয়াশা কেটে বাড়বে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৯:৩৯:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা, কমছে শীতের তীব্র অনুভূতি। এভাবেই ধীরে ধীরে মেঘ কেটে যেতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২, রাজশাহীতে ১০ দশমিক ৬, রংপুরে ১১, ময়মনসিংহে ১১ দশমিক ৫, সিলেটে ১৫ দশমিক ১, চট্টগ্রামে ১৫, খুলনায় ১১ দশমিক ৮ এবং বরিশালে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।