ছাতকে হামলায় কলেজ শিক্ষক আহত
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৫:২৮:৪৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:
ছাতকে বাবুল চন্দ্র দেব (৩৮) নামের এক কলেজ শিক্ষককে মারধর করে আহত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ কলেজ গেট সংলগ্ন ছাত্রীছাউনির পিছনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান।
জানা যায়, সিলেট থেকে ব্যক্তিগত কাজে শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জে আসেন গোবিন্দগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাবুল চন্দ্র দেব। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ কলেজ গেট সংলগ্ন এলাকায় গেলে তাকে মাটিতে ফেলে মারধর করে আহত করে সংঘবদ্ধ একটি চক্র। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের ভাইস প্রিন্সিপাল মুহিউদ্দিন, ইসলামি ইতিহাসের প্রভাষক আকবর আলী, আওয়ামীলীগ নেতা আবদুল করিম, আবদুস সামাদ, জাপা নেতা আবুল লেইছ কাহার, আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, খালেদ আহমদ, কাওছার আহমদ ও মাওলানা আখতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দরা এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান। পরে রাতেই তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আহত শিক্ষক বাবুল চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করায় যাকে থানা পুলিশে সোপর্দ করার পরে ছেড়ে আনা হয়েছিল সেই যুবক রেজাউল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ চক্র পাইপসহ দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্বক জখম করেছে। কলেজের প্রভাষক আকবর আলী বলেন, ৪বছর আগে রেজাউল ইসলাম অনার্সে ভর্তি হয়েছিল। কিন্তু ভর্তির পর সে কোনো পরীক্ষায় অংশ নেয় নি। সুতরাং তার ছাত্রত্ব আছে বলে মনে হয় না।
অভিযুক্ত কলেজ ছাত্র ও ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার কলেজে তার উপর শিক্ষকরা যে নির্যাতন করেছিলেন সেই নির্যাতনে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। তিনি বলেন, কলেজে তার উপর নির্যাতনের বিষয়টি ধামাচাঁপা দিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গোবিন্দগঞ্জ কলেজের এক শিক্ষক আহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।