রাজনগরে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৫:৪৭:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সংসদীয় আসন পূণঃবহাল, গ্যাস ও পৌরসভার দাবীতে উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ উপজেলা সভাপতি মোঃ শাহজাহান খানের উদ্যোগে রাজনৈতিক ও সর্বস্থরের মানুষের সাথে মতবিনিময় সভা করেছন। অলিলা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় এতে সঞ্চালনা করেন টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান।
রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান’র সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে বক্তব্য দেন, অলিলা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকবাল, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি বিজয় কৃষ্ন দাশ, চা বাগান এলাকার বাসিন্দা টেংরা ইউপি সদস্য সত্ত নাইদি, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুসহ অনেকে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাজনগর উপজেলায় দীর্ঘদিন আগে সংসদীয় আসন ছিল। কয়েক যুগ যাবার পরও সকল সু্যােগ সুবিধা থাকার পরও সংসদীয় আসন পাচ্ছনা রাজনগরবাসী।
বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত তোয়াবুর রহিম এই রাজনগরের সন্তান ছিলেন। আক্ষেপ করে বক্তারা বলেন উপজেলায় সকল ধরণের সুবিধা থাকার পরও পৌরসভা ও গ্যাসের আওতায় আনা হচ্ছে না। কোন অদৃশ্য কারণে সুবিধা বঞ্চিত হচ্ছেন লাখ লাখ মানুষ। যত দ্রুত সম্ভব বিষয়টি পর্যবেক্ষণ করে দাবী বাস্থবায়নের আহবান জানানো হয়।