সুনামগঞ্জ জেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৬:০৪:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমান এর উপর মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক অবৈধ স¤পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। শনিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে রায়পাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে রায়পাড়া মোড়ে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন যুব দলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাক আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া। এসম উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদর উপজেলা আহবায়ক, আলম মিয়া, যুগ্ম আহবায়ক মুমিনুল হক কালারচান, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সদস্য সচিব সাদিকুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের, সাধারন স¤পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি ইকবাল হোসেন, শাহাজান মিয়া, সোহেল মিয়া, সদর উপজেলা আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব, এ্যাডঃ দীপঙ্কর বনিক, পৌর সেচ্ছাসেব দলের আহবায়ক, শাহ মোশারফ হোসেন, সদস্য সচিব, মহিম উদ্দিন, জেলা ছাএদলের -যুগ্ন আহবায়ক আনোয়ার আলম, ওবায়দুল ইসলাম, হুশিয়ার আলম, সদর উপজেলা আহবায়ক রমজানুল করিম পাপন, কলেজ ছাএদলের সাদিক চৌধুরী, আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মীরা।