মৌসুমের সর্বনিম্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায়
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:০৪:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। শনিবার দেশের এবং এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। এতে ভয়াবহ কষ্টে পড়েছেন জেলার শিশু ও বয়োজ্যেষ্ঠরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। এর আগে শুক্রবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস বলছে, এরফলে টানা দু‘দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হয়েছে। এছাড়া এ মৌসুমে টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় রেকর্ড হয়েছে। আজ তাপমাত্রা আরো কমতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে জেলায় সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল বাতাসে ঠান্ডার মাত্রাও বেড়েছে। ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এ এলাকার মানুষ।
এদিকে, শীতজনিত কারণে সিলেটসহ দেশের হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
এদিকে, শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।