সিলেটে পূবালী ব্যাংকের ক্রিকেট কার্নিভ্যাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:২০:২৪ অপরাহ্ন
পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত দু’দিনব্যাপী ’ক্রিকেট কার্ণিভ্যাল-২০২৩’ নগরীর শাহী ঈদগাঁস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। শনিবার কার্ণিভ্যালের ফাইনাল খেলায় ’পূবালী মৌলভীবাজার চেলেঞ্জারস’কে ৮৯ রানে হারিয়ে ’পূবালী ওয়েস্টার্ন ওয়ারিয়রস’ দল চ্যাম্পিয়ান হয়েছে। খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ান দলের অধিনায়ক ব্যাংকের বরইকান্দি শাখার ব্যবস্থাপক মো. আবু হানিফা রনির হাতে ট্রফি তোলে দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব মো: লোকমান উদ্দিন চৌধুরী ও পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লাইছ মো: সামসুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবির চৌধুরী, সিলেট প্রিন্সিপাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী মো: ইসফাকুর রহমান কোরেশী, সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ প্রমুখ।
অনুষ্ঠানে মো: লোকমান উদ্দিন চৌধুরী বলেন, ব্যাংকে উন্নত গ্রাহক সেবা দানের চর্চার পাশাপাশি পূবালীয়ানরা খেলাধুলা তথা শরীর চর্চাও চালিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়। পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লাইছ মো: সামসুজ্জামান বলেন, সুস্থ দেহ, সুস্থ মন র্কমব্যস্ত জীবনকে সুখী রাখে। তাই কর্মক্ষেত্রে সফল হতে শরীর চর্চার কোন বিকল্প নেই। তিনি ব্যাংকের সিলেট বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারীবৃন্দকে কার্ণিভ্যাল সফল করতে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ অব্যহত রাখারও আশ^াস দেন।
কার্র্ণিভ্যালে মোট ৪টি দল অংশ নেয়। দলগুলো হলো- ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের দল ’পূবালী ইস্টার্ন টাইগার্স’, পশ্চিমাঞ্চলের দল ’পূবালী ওয়েস্টার্ন ওয়ারিয়রস’, মৌলভীবাজার অঞ্চলের দল- ’মৌলভীবাজার চেলেঞ্জারস’ ও উক্ত তিন অঞ্চলের আঞ্চলিক কার্যালয় ও প্রিন্সিপাল অফিসের কর্মকর্তাদের নিয়ে গঠিত দল, ’পূবালী রয়েলস’। দু’দিনের খেলা পরিচালনা করেন সিলেট জেলা ক্রিকেট এসোসিয়েশনের প্যানেল আম্পায়ার ইসমত আলী ও পলাশ কর।
উদ্বোধনী দিন (শুক্রবার) এর প্রথম খেলায় ’পূবালী ওয়েস্টার্ন ওয়ারিয়রস’ ১ রানে হারায় ’পূবালী ইস্টার্ন টাইগার্স কে ও দ্বিতীয় খেলায় ’মৌলভীবাজার চেলেঞ্জারস’ এর কাছে ১৫ রানে হার মানে ’পূবালী রয়েলস’। উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ঢাকা (দক্ষিণ) অঞ্চলের প্রধান ও মহা-ব্যবস্থাপক মো: কামরুজ্জামান।