জনতা ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরামের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:২৭:২১ অপরাহ্ন
জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেটের উদ্যোগে নগরীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর সুবিদবাজার এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেটের সভাপতি অবসরপ্রাপ্ত মহাব্যাবস্থাপক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক জিএম (অবঃ), সিনিয়র সহ-সভাপতি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়, অবসরপ্রাপ্ত যথাক্রমে আব্দুল মালেক পীর, গিয়াস উদ্দিন আহমদ, সিনিয়র অফিসার আব্দুল আহাদ, মনিব আহমদ, সিনিয়র অফিসার সমির পাল চৌধুরী, সিনিয়র অফিসার রাধিকা রঞ্জন পাল, অলক দাস, কার্তিক বসু, সাদিক মনসুর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি