জগন্নাথপুরে পুলিশী অভিযানে গ্রেফতার ৯
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:২৩:০০ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে পৃথক মামলার ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন, এসআই শফিকুল ইসলাম, এসআই ওবায়েদুল্লাহ, এসআই আবদুস সত্তার, এএসআই মুহিবুল ইসলাম ও এএসআই সুহেল আহমদের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে জগন্নাথপুর, বিশ্বনাথ, নবীগঞ্জ, এসএমপি ট্রাফিক ও কোতয়ালী থানার জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত সহ গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার লহরী গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মাসুক আলী, জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের ছোপান উদ্দিনের ছেলে জামিলুর রহমান, হাবিবুর রহমান, মৃত তছর আলীর ছেলে হানিফ উদ্দিন, ইমাম উদ্দিন, হাড়গ্রামের মৃত আছকির আলীর আবুল কালাম, বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত মদরিছ আলীর রুনু মিয়া, সৈয়দপুর গ্রামের মির্জা সুফু মিয়ার ছেলে মির্জা সোহেল মিয়া ও কলকলিয়া গ্রামের আজির আলীর ছেলে রায়হান মিয়া। গ্রেফতারকৃতদের ৭ জানুয়ারি শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন।