ট্রেড ইউনিয়ন থানা-১ এর দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:২৭:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, মানবরচিত ভ্রান্ত পথে শ্রমিকদের পরিচালিত করে একশ্রেণীর লোক নিজেদের ফায়দা হাছিল করছে। শ্রমিকরা না খেয়ে, বিনা চিকিৎসায় দিনের পর দিন ধুঁকে ধুঁকে মরছে। প্রতিনিয়ত শ্রমিকরা নির্যাতিত, নিপীড়িত।
শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন থানা-১ এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মুন্নার পরিচালনায় আরো বক্তব্য রাখেন ঠেলা ভ্যান এর সভাপতি আক্তার হোসেন, শাহপরান রিকসা’ শ্রমিক সভাপতি ইদ্রিস আলী, জেলা রিকসা শ্রমিক সাধারণ সম্পাদক আবু বক্কর, থানার কোষাধ্যক্ষ শ্রমিক নেতা আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন দ্বীন ইসলাম, সংগ্রাম প্রকাশ আশ্চর্য, আবুল কাসেম, সাহেদ আহমদ, রফিক, আব্দুস সালাম, মাইন উদ্দিন প্রমুখ। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত কাউন্সিলারদের সম্মতিক্রমে ২০২৩-২০২৪ সেশনের জন্য আক্কাস আলীকে সভাপতি ও মোঃ আব্দুস সাত্তার মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ট্রেড ইউনিয়ন থানা ১ এর কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। বিজ্ঞপ্তি