সুরমা খেলাঘর আসরের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:৩১:১৫ অপরাহ্ন
১০ ফেব্রুয়ারি সুরমা খেলাঘর আসর সিলেট’র সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার পাবলিক গণস্বাস্থ্য কমিউনিটি প্যারামেডিকেল ইনস্টিটিউট, রামের দীঘিরপাড়ে অনুষ্ঠিত হয়। এতে ছড়াকার কনোজ চক্রবর্তী বুলবুলকে আহবায়ক ও সংগঠক ধ্রæব গৌতমকে সদস্য সচিব করে ৭ বিশিষ্ট আহবায় কমিটি গঠন করা হয় । এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক সন্তু চৌধুরী রবীন্দ্র রবীন্দ্র ভট্টাচাযর্, সুরমা খেলাঘর আসর, সিলেট’র সভাপতি পরিতোষ বাবলু, স্পৃহা থিয়েটারের সাধারণ সম্পাদক সুরাইয়া জামান, পাবলিক গণস্বাস্থ্য কমিউনিটি প্যারামেডিকেল ইনস্টিটিউটের পরিচালক এস এম শিহাব, সাংবাদিক এমরান ফয়ছল ও রাজীব চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি