১৫ দফা ভোটে আমেরিকার স্পিকার ম্যাকার্থি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৮:২৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৫ দিন ধরে ১৫ দফা ভোটের পরে অবশেষে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। সেই সঙ্গেই শেষ হল আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম স্পিকার নির্বাচন পর্ব।
গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাত থেকে হাউসের দখল ছিনিয়ে নিয়েছিল রিপাবলিকানরা। কিন্তু ম্যাকার্থির ‘পথের কাঁটা’ হয়ে ওঠেন তাঁরই দলের নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্প অনুগামীদের বাধাতেই স্পিকার নির্বাচিত হতে পারছিলেন না তিনি।
স্থানীয় সময় শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ম্যাট গেটজের মতো প্রধান রিপাবলিকান বিদ্রোহীরা তাঁর বিরুদ্ধে ভোট না দেওয়ায় তিনি অবশেষে জয়ের মুখ দেখলেন।
এর আগে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছিলেন না কেভিন ম্যাকার্থি। দফায় দফায় গড়িয়েছে স্পিকার নির্বাচন। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।
অবশেষে ১৫তম বারের ভোটাভুটিতে স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি। বিবিসি জানিয়েছে, ৪২৮ ভোটের মধ্যে ম্যাকার্থি পেয়েছেন ২১৬ ভোট। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী হেকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।