গোয়াইনঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাকিম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৮:৩৫:০৩ অপরাহ্ন
সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে চিরুরপাড় গ্রামের ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
শনিবার বিকেলে তিনি আলতা মিয়াসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের মাঝে কম্বল, শাড়ী, শার্ট, লুঙ্গী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দীন আল আজাদ, উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য কাওসার আহমেদ সাজু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্যাহ, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক উজি উদ্দিন, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমূখ। এছাড়া এসময় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-৩১ শে ডিসেম্বর ভয়াবহ অগ্নিকান্ডে ঐ গ্রামের ৫টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। বিজ্ঞপ্তি