জামায়াতের ভিশন যোগ্য লোক তৈরী ও মানবতার সেবা—শীতবস্ত্র বিতরণকালে ফখরুল
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৮:৫৭:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মজলুম কাফেলা জামায়াতে ইসলামীর ভিশন হচ্ছে যোগ্য লোক তৈরী ও মানবতার সেবা করা। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত দেশ জাতির যেকোন ক্রান্তি লগ্নে অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছে। সীমাহীন জুলুম নিপীড়ন ও হত্যা-গুম-খুন, হামলা-মামলা সত্ত্বেও জামায়াত তার ভিশন থেকে সরে যায়নি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত মানবতার পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, এবার শুরু থেকেই দেশব্যাপী শীতের প্রকোপ কিছুটা বেশী লক্ষ্য করা যাচ্ছে। এতে অসহায় দরিদ্র পরিবারের উপর দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো রয়েছে সীমাহীন কষ্টে। তাই এবার আরো বড় পরিসরে সামর্থবানদেরকে শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত অসহায় মানুষ একটু উষ্ণতা খুঁেজ পাবে।
তিনি শনিবার রাতে নগরীর জালালাবাদ থানার ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল মাজেদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার ও জালালাবাদ থানা আমীর ক্বারী আলা উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী রিয়াজ আহমদ, জামায়াত নেতা তারেক মিয়া বাবুল, এডভোকেট সালেহ আহমদ ও আতিকুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি