কানাইঘাটে সরকারী ভুমিতে দালান নির্মাণ বন্ধে মেয়রের নোটিশ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৬:৪৯:২৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই মৌজায় সরকারী খাস খতিয়ানের ভুমি দখল করে দালান নির্মাণের পাঁয়তারা করছেন জাহানারা বেগম নামের এক মহিলা। তিনি পৌরসভার নন্দিরাই গ্রামের মৃত আব্দুর রকিবের স্ত্রী। তার এমন কর্মকান্ডে দালান নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রেরণ করেছেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান।
শনিবার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিল বিলাল আহমদ জানান, নন্দিরাই মৌজার ১নং খতিয়ানের ৫৬২নং দাগে ৫ শতক জমি নামজারী মোকদ্দমার আদেশ বলে জাহানারা বেগমকে উত্তরাধিকারীবিহীন হস্তান্তর করা হয়। কিন্তু উক্ত ৫ শতক ভুমি জাহানারা বেগমের দখলে থাকা সত্বেও তার সরকারী চাকুরীজীবি ছেলে সন্তানদের নিয়ে পাশর্^বর্তী খাস খতিয়ানের ৫৬১ ও ৫৬৭ দাগে সরকারী রাস্তা রকম ভুমি দখল করে দালান নির্মাণের পাঁয়তারা করে যাচ্ছেন। জনৈক জাহানারা বেগমের এমন কর্মকান্ডে এলাকাবাসীসহ শত শত শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান জাহানারা বেগমের নিকট একটি নোটিশও প্রেরণ করেছেন।
এদিকে, জাহানারা বেগম কর্তৃক সরকারী রাস্তা দখলের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আরেকটি পৃথক অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষে সমছুদ্দিন, মিনাজ, মুহিবুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক লোকজন।