সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৬:৫১:২৮ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকারের লাগামহীন লুটপাট আর দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। নিশিরাতের সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন নিজেদের অপকর্ম আড়াল করতে তার জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কারণ তারা জিয়া পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়। সরকার সব সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আতঙ্কে থাকে। তাই দীর্ঘদিন থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহন্তরিণ করে রেখেছে, তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে এখন নিজেদের আজ্ঞাবহ আদালতকে দিয়ে সম্পদ বাজেয়াপ্তের নাটক মঞ্চস্থ করেছে। কোন ষড়যন্ত্রই এদেশের মানুষের অন্তর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি ভালোবাসাকে বিনষ্ট করা যাবেনা।
রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত এর প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, আজির উদ্দিন চেয়ারম্যান, একেএম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, শাহাব উদ্দিন আহমদ, আবুল কাশেম, মাহবুব আলম, কোহিনূর আহমদ, আজিজুর রহমান আজিজ, আলী আকবর, তাজরুল ইসলাম তাজুল, শাকিল মোর্শেদ, মকসুদ আহমদ, আলতাফ হোসেন সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি