নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে উপাচার্যের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৬:৫৪:৩৪ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের এক মতবিনিময় সভা রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় নর্থ ইস্ট ইউনিভার্সিট বাংলাদেশ-এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, নবনিযুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ হারুনুর রশীদ, রেজিসট্রার মোঃ শাহজাদা আল সাদিকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন এবং আমন্ত্রণের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান। উপাচার্য উপস্থিত শিক্ষকবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে বিশ্ববিদ্যালয়ের সর্বিক উন্নতিতে সচেষ্ট থাকার আাহবান জানান।