বাসদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:১৪:৫৩ অপরাহ্ন
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানবব্ন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজিকুল ইসলাম রানা, মনজুর আহমদ, ইউসুফ আলী, জাহেদ আহমদ, শহিদ আলী, নুরুল ইসলাম, আকবর হোসেন, আনোয়ার হোসেন, মেহেদি আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে বিদ্যুৎ কোম্পানিগুলো মুনাফা করছে। আমরা বিদ্যুৎ পাচ্ছি না অথচ তাদের মুনাফা হচ্ছে। কারণ দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে তাদের টাকা দেওয়া হচ্ছে। সরকারের কাজই হলো জনগণকে বিদ্যুৎ না দিয়ে একটি গোষ্ঠীকে মুনাফা লুটতে দেয়া। ফলে ভুক্তভোগী শেষ পর্যন্ত জনগণই। বিদ্যুতের দাম বাড়ানোর পরিণতিতে আবারও দেশে সব জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনজীবন দিশেহারা, তার উপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বড়াবে।