শ্রমিক কল্যাণ দক্ষিণ সুরমা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:১৭:২৮ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল টিম সদস্য ও দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, আমরা শ্রমজীবী মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কাজ করি। আমাদের আদর্শ হলো ইসলাম। আমরা বিশ্বাস করি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে মুক্তি নিশ্চিত করা সম্ভব।
শনিবার সন্ধ্যা ৭টায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি কামরুজ্জামান খান ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, উপদেষ্টা বদরুল ইসলাম।
প্রধান অতিথি উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা কার্যকরী কমিটি ঘোষণা করেন।
আরও আরও বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন উপদেষ্টা আব্দুল মুহিত, শ্রমিক কল্যাণ মোগলাবাজার থানা সভাপতি ও সিলাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মুজাম্মিল আহমেদ, তেতলী ইউনিয়ন ইউনিয়ন উপদেষ্টা লুৎফর রহমান, কামাল বাজার ইউনিয়ন উপদেষ্টা মমশাদ আহমদ প্রমূখগণ। বিজ্ঞপ্তি