বাবুস সালাম মাদরাসার শিক্ষা কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:১৮:২৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ২৯ ওয়ার্ডের অন্তর্ভুক্ত চন্ডিপুল পয়েন্টের পাশে দক্ষিণ সুরমার পিরোজপুরে অবস্থিত বাবুস সালাম মাদরাসার শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে শনিবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বাবুস সালাম প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা ও পেশ করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতীব সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী। এতে আরও আলোচনা পেশ করেন কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, ওসমানিনগর ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার।
উপস্থিত ছিলেন প্রকল্পের সহ সভাপতি ও মসজিদের মুতাওয়াল্লী হাফিজ মাওলানা ফারুক আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সহকারি সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ওমর ফারুক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সোলাইমান হোসাইন, বাবুস সালাম জামে মসজিদের ইমাম হাফিজ আহমদ হোসাইন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বাবুস সালাম মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ। বিজ্ঞপ্তি