অগ্নিদগ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:৪৭:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার নাম টিটন পাল টিটু (২৪)। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের লাবণী পালের ছেলে ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। টিটু খাজাঞ্চি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটনসহ তিনজন নগরের শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা টিটন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মীরবক্সটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় টিটন মারা যান।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, একটি ছেলে অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়েছিলাম। শুনেছি তিনি মারা গেছেন।