জগন্নাথপুরে ঘিরে রাখা পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক তৈরীর সরঞ্জাম
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:৫১:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দিঘলবাক গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকাল থেকে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির মালিকের নাম আফজাল হোসেন। তিনি দিঘলবাক গ্রামের আখলাক খানের ছেলে। গত শুক্রবার জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন নিয়ে আফজালের বাড়িতে যান। এ সময় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে ঘরে ঢুকতে বাঁধা দেন তিনি। একপর্যায়ে আফজাল পালিয়ে যায়। এসময় পুলিশ একটি কক্ষে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক ডিভাইস, সাদা পাউডার দেখতে পায়। এরপরই পুলিশ বাড়িটি ঘেরাও করে রাখে।
খবর পেয়ে রোববার সকালে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট, স্পেশাল এ্যাকশন গ্রæপ, ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, এন্টিটেরোরিজম ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ওই বাড়ি থেকে বিস্ফোরক জাতীয় পাউডার, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একটি সূত্র জানায়, শনিবার রাতে ওই বাড়ির দুই সদস্যকে সিলেট মহানগরের পীর মহল্লার একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাদের দেওয়া তথ্যমতে দিঘলবাক গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য বা বক্তব্য দেওয়া হয়নি।
জানা যায়, আফজাল হোসেন একজন পেশাদার সন্ত্রাসী। সে ২০২০ সালের ২ ফেব্রæয়ারী সিলেট নগরির বালুচর এলাকা থেকে আগ্নোয়াস্ত্র সহ গ্রেফতার হয়। এছাড়া ২০২১ সালে ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার থেকে দুটি পাইপগান সহ র্যাব-৯ এর হাতে ফের গ্রেফতার হয় আফজল। তার বিরুদ্ধে সিলেট সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে।