সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০৪:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ৭ ডিগ্রিতে নেমেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা। আজ সোমবার সকাল দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভোর ৬টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। টানা তিনদিন প্রায় সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর ৭ ডিগ্রি তাপমাত্রায় মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এ জনপদ। সকালে পঞ্চগড়ে সারাদেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হওয়ার বিষয়টি জানান জেলার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা। শীতে চরম দুর্ভোগে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে ছোটখাটো যানবাহন ভ্যান চালক মানুষগুলো। তীব্র শীতের প্রকোপে সকালে কাজে যেতে পারছেন না অনেকে। তবুও জীবিকার তাগিদে কেউ পাথর তুলতে, কেউ চা-বাগানে আবার কেউ দিনমজুরের কাজ করতে যাচ্ছেন। এসব মানুষের কষ্ট লাঘবের জন্য সরকার যে ত্রাণ দিয়েছে তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চা শ্রমিক জামাল, জাহেরুল ও নাসির বলেন, ‘সকালে বরফের মতো ঠাণ্ডা। চা বাগানে কাজ করতে গেলে হাত-পা যেন অবশ হয়ে আসে। কিন্তু জীবিকার তাগিদে কাজে বের হতে হয় আমাদের।’
চিকিৎসকরা বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাশি, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে।