জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৫:৪৯:১৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের সম্মেলন আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা রোববার সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারের রাজাম্যানশনস্থ তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু’র সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর, যুব সংগঠক উত্তম ঘোষ, এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, জয় দাস প্রমুখ।
সভায় পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১৩ জানুয়ারী শুক্রবার নগরীর মনিপুরী রাজবাড়ীস্থ লোকনাথ বাবার মন্দিরে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সমিতির সিলেট বিভাগীয়, জেলা, মহানগর ও সদর উপজেলা শাখার সম্মেলন আগামী ২০ জানুয়ারি শুক্রবার, বেলা ১১টায়, সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সমাজের জন্য কাজ করতে আগ্রহী সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি