জুড়ীতে বিনামূল্যে খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৫:৫৭:৫০ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ‘দুই দিনের খেলাঘর’ নামক সামাজিক সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি সুন্নতে খৎনা করানো হয়। সোমবার দুপুর ১২ টায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এ খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খৎনা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উদ্যোক্তা মঞ্জুরে আলম লাল, প্রবাসী ময়নুল ইসলাম সায়েখ, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হাফিজি প্রধান হাফিজ বদরুল ইসলাম, হাফিজ লুৎফুর রহমান, সুপার মাওলানা জামাদুল ইসলাম, শিক্ষক শাকিল আহমদ, হাফিজ হাফিজুর রহমান, সংবাদকর্মী সালমান হোসেন, সমাজকর্মী নিজাম উদ্দিন, জায়েদ মিয়া, হিরা মিয়া, ইসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য প্রবাসী সাদাত এলাহি আশরাফ মাদানি, ইতালি প্রবাসী ময়নুল ইসলাম সায়েখ ও মন্ত্রীগাঁও নিবাসী শেরু জামান’র অর্থায়নে উক্ত কার্যক্রমের আওতায় ২য় পর্বে ১০ জনকে খৎনা করানো হয়। প্রত্যেককে লুঙ্গি, গেঞ্জি, ওষুধ, শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর পূর্বে গত ২৬ মে ১ম পর্বে ১৮ জনকে খৎনা করানো হয়। খৎনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।