জুড়ীতে নবাগত ইউএনওর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৫:৫৮:৩৭ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সাথে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, হযরত শাহ নিমাত্রা (রঃ) ফুলতলা-সাগরনাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, জুড়ী উপজেলা প্রেসকাব সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা তাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মো: আলা উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলার বাসিন্দা ৩৪তম বিসিএস ক্যাডার রঞ্জন চন্দ্র দে গত ৫ জানুয়ারি জুড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। এর আগে তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে পদায়নের জন্য তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছিল।