ফখরুল-আব্বাস কারামুক্ত
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৬:১৭:৫৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মুক্তি পেয়েছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে আদালতে তাদের জামিননামা দাখিল করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। এরপর আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যায় একমাস পর মুক্তি পান তারা। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ দুই নেতাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। সেসময়ই বিএনপির আইনজীবীরা জানিয়েছিলেন যে, দুই শীর্ষ নেতার মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু ও শতাধিক আহত হন। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ বিএনপির কয়েকশ নেতাকর্মীকে। পরদিন রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে। ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলা ও উসকানি দেয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাদের পক্ষে জামিন আবেদন হলেও তা নাকচ করে পাঠানো হয় কারাগারে।