শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন ৩০ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৭:০৫:০৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন মিলনায়তনে তফসিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।
ঘোষিত তফসিল থেকে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীরা ১১ জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং অফিসারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, পরদিন ১২ জানুয়ারি বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই, ১৫ জানুয়ারি রোববার সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারী সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাইরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।