সাওল হার্ট সেন্টারের ১৫ বছরে পদার্পণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৭:০৭:১৯ অপরাহ্ন
প্রায় শত বছরের প্রচলিত চিকিৎসা পদ্ধতির পরিবর্তে বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃত সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ ১৫ বছরে পদার্পণ করল। ২০০৯ এর ৯ জানুয়ারি সাওল ভারতের প্রতিষ্ঠাতা ডাঃ বিমল ছাজেড়ের ‘ঢাকা শিল্পকলা একাডেমি’তে ‘প্রথম সাওল হার্ট ক্যাম্পে’র আয়োজনের মাধ্যমে সাওলের বাংলাদেশের পথচলা শুরু হয়। পরবর্তীতে ২৬ ইস্কাটন গার্ডেন রোডে সাওল হার্ট সেন্টার (বিডি) প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সাওলের শাখা বর্ধিত করা হয়েছে এবং অন্যান্য জেলায়ও সাওলের শাখা প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে।
সফলতার ১৫ বছরে পদার্পণ উপলক্ষে সাওল মিলনায়তনে সোমবার দুপুর ২টায় সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ এর চেয়ারম্যান কবি মোহন রায়হান সাওলের ডাক্তার, ডায়েটিশিয়ান, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে কেক কেটে সাওলের জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাওলের সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মুতাসিম বিল্লাহ, ডাঃ ফারহান আহমেদ, রেজিস্ট্রার ডাঃ তাসাদ্দুক হোসেন, প্রধান সমন্বয়ক কাজল ইসলাম, এজিএম আব্দুল্লাহ আল মামুন, ডিজিটাল ম্যানেজার তারুল আহসান, ম্যানেজার প্রকিউরমেন্ট মসিউর রহমান শামিম, আ্যকাউনটেন্ট শরীফুর রহমান, পুষ্টিবিদ মিশুদাস ও জারিন তাসনিম, এক্সিকিউটিভ ফায়জুল আকন্দ ফয়সাল ও অন্যান্য স্টাফ। বিজ্ঞপ্তি