মণিপুরী সমাজকল্যাণ সমিতির ত্রি-বার্ষিক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৭:১০:০২ অপরাহ্ন
এই দেশ ও মাটির অতীতের সকল অধিকার আদায়ের আন্দোলনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদান ইতিহাসবিদিত। অথচ কালের পরিক্রমায় সেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এখন নানামুখি হুমকির মুখে। বিপন্ন হওয়ার পথে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি। ষড়যন্ত্রের কবলে খোদ জাতিসত্তার পরিচয়-অস্তিত্ব। দেশ-রাষ্ট্রের সকল দুর্দিনে জীবন বাজি রাখা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এমন সংকটে রাষ্ট্রীয়ভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। এরই অংশ হিসাবে মণিপুরীসহ নৃ-জনগোষ্ঠীর কল্যাণে ১৪ দফা দাবি এই সরকারের আমলেই বাস্তবায়নের দাবি জানানো হয়। বাংলাদেশের মণিপুরীদের প্রাচীণতম ও অভিভাবক সংগঠন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা একথাগুলো বলেন।
রোববার রাত সাড়ে ১১ টায় শেষ হওয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ। সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা। সভাপতিত্ব করেন সমিতির জেলা সভাপতি নির্মল কুমার সিংহ।
সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের পরিচালনায় ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশন সিলেটর কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে পুনরায় নির্মল কুমার সিংহ সভাপতি ও সংগ্রাম সিংহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনের সময় মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও মকসুদ আহমদ। উদ্বোধনীর শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পন্ডিত প্রসন্ন কুমার সিংহ, শোক প্রস্তাব পাঠ করেন ব্যাংকার জীতেন বাবু সিংহ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি স্বপন কুমার সিংহ, রঞ্জু সিংহ, মসকস’র কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা সুনীলা সিনহা, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দেক আলী, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহ, মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পদার্পণ স্মরণোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সুনীল সিংহ।
বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সহ সভাপতি ডা: উচিত কুমার সিংহ, সমাজসেবী দীপাল কুমার সিংহ, মসকস মাঝের গাঁও শাখার সভাপতি সনজিত সিংহ, মাছিমপুর শাখার সভাপতি রমেন্দ্র সিংহ বাপ্পা, সিলেট জেলা শাখার মহিলা সম্পাদিকা শান্তি রাণী সিনহা, চুনারুঘাট বিশগাঁও শাখার মিলন সিংহ জ্যোতি, প্রকৌশলী লিপু সিংহ, পন্ডিত অনিল রাজকুমার, প্রবাসী সমাজসেবী বিলাস সিংহ, মণিপুরী ছাত্র পরিষদের নেত্রী শিউলী সিনহা প্রমুখ। বিজ্ঞপ্তি