জগন্নাথপুরে সড়কে প্রতিবন্ধকতাকারী পিলার অপসারণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৭:১০:২২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে প্রতিবন্ধকতাকারী পাকা পিলার অপসারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
সোমবার জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে জগন্নাথপুর-সিলেট সড়কের স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারের সামনে থাকা ৩টি পাকা পিলার অপসারণ করা হয়। এ সময় পৌর মেয়র আক্তার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আলাল হোসেন, শাহিন আহমদ, ছমির উদ্দিন ও পিলার স্থাপনকারী নাহার মিয়া সহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, সড়কের সাথে পাকা পিলার বসিয়ে জনসাধারণ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন নাহার মিয়া। পৌর নাগরিকদের একাধিক মৌখিক অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে স্থাপিত পিলারগুলো অপসারণ করায় জনসন্তোষ বিরাজ করছে।