বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:১০:২৪ অপরাহ্ন
বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ সিলেট’র পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রছাত্রী অভিভাবক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৬, ৮ ও ৯ জানুয়ারী সিলেট শহরের জামেয়া নূরুল হেরা মাদ্রাসা, বেতের বাজার, জামেয়া ফারুকিয়া মাদ্রাসা, বাগবাড়ী, মাছিমপুর হাফেজিয়া মাদ্রাসা এবং ঝালোপাড়া, জামেয়া উম্মাহাতুল মু’মিনীন মহিলা টাইটেল মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণপূর্ব উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় ও সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের প্রফেসর ডঃ মোঃ আল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নোমান, সহ-অর্থ সম্পাদক মোঃ শফিকুল আলম, নির্বাহী সদস্য মোঃ শাহিন হোসেন, আজীবন সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইয়েদুর রহমান, জামেয়া নূরুল হেরা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা এখলাছুর রহমান, জামেয়া ফারুকিয়া মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী আব্দুল মতিন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি