টুলটিকরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:১৮:১৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজে বসবাসরত অসহায় ও হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। তাদের বিপদে আপদে আমাদেরকেই সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। চলমান শৈত্যপ্রবাহে কষ্টে দিনাতিপাত করা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রতি করুণা নয় বরং আমাদের উপর তাদের অধিকার। এর মাধ্যমে শীতার্ত মানুষের শীত নিবারণের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
তিনি সোমবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান পশ্চিম থানার ৩২ ও ২৪নং ওয়ার্ডের টুলটিকর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
২৪নং ওয়ার্ড সভাপতি সমাজসেবী আহমদ আল মাসুদের সভাপতিত্বে সৈয়দ ফরহাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আনোয়ার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা বুরহান উদ্দিন, দেলওয়ার হোসেন, হামিম ইমরান ও সৈয়দ দেলওয়ার হোসেন জামিল প্রমুখ। বিজ্ঞপ্তি