কানাইঘাটে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:১৯:০৩ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন জনগণের যে কোন সমস্যায় সবার আগে রাষ্ট্র বা সরকারকে এগিয়ে আসতে হয়। এতে দ্রুত এবং বৃহৎ পরিসরে মানুষের সমস্যা সমাধান করা যায়। তিনি বলেন প্রচণ্ড শীতে কাঁপছে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষ চরম কষ্টে দিনযাপন করছে। অথচ এইসব শীতার্তদের কল্যাণে চোখে পড়ার মতো কোন রাষ্ট্রীয় উদ্যোগ নেই। তিনি বলেন শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।
হাফেজ আনওয়ার হোসাইন খান সোমবার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়চাতল এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর ক্বারী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কামাল উদ্দিন, জামায়াত নেতা ফয়সল খান সহ ছাত্রশিবির ও জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে ঐ দিন সন্ধ্যায় স্থানীয় কাড়াবাল্লা সুরমা বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে চা চক্র ও মতবিনিময় সভায় মিলিত হন জেলা আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বিজ্ঞপ্তি