চীনের হেনান প্রদেশে ৯ কোটি মানুষ সংক্রমিত
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:০৭:৩৮ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত! সোমবার এমনটাই জানালেন সে দেশের এক জন শীর্ষ স্বাস্থ্যকর্তা। কেন্দ্রীয় হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের ডিরেক্টর কান কোয়ানচেং একটি সাংবাদিক সম্মেলনে বলেন, এই বছরের ৬ জানুয়ারি পর্যন্ত হেনান প্রদেশের কোভিড সংক্রমণের হার ৮৯ শতাংশ।
এসময় আরও জানানো হয়েছে, হেনান প্রদেশের জনসংখ্যা ৯.৯৪ কোটি। তার মধ্যে করোনা আক্রান্ত ৮.৮৫ কোটি। ডিসেম্বরের মাঝামাঝি হেনানের বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে করোনা আক্রান্তদের উপচে পড়া ভিড় ছিল বলেও কান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের শেষে চীনে লকডাউন তুলে নেওয়ার পর থেকেই নতুন করে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। করোনার নতুন উপরূপ বিএফ.৭-এর দাপটে সে দেশে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলিতে তিলধারণের জায়গা নেই। বিএফ.৭ উপরূপ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশেও।
যদিও চীনের সরকারি তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে কোভিডবিধি শিথিল করে দেওয়ার পর মাত্র ১ লক্ষ ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং ৩০ জন মারা গেছেন। এ-ও দাবি করা হয়েছে যে, অতিমারি পরিস্থিতি সামলে নিয়ে তাদের দেশ জয়ের পথে। তবে অভিযোগ উঠেছে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে তথ্য লুকোচ্ছে চীন সরকার। শি জিংপিনের সরকারের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। অবিলম্বে কোভিড পরিসংখ্যান প্রকাশ করার দাবিও জানিয়েছে সংস্থাটি। তবে হেনান প্রদেশের স্বাস্থ্যকর্তা কানের দাবি সত্যি বলে প্রমাণিত হলে জিংপিন সরকারের বিরুদ্ধে ওঠা তথ্য লুকানোর অভিযোগ সত্যি বলেই প্রমাণিত হবে।