করোনায় প্রাণহানি-সংক্রমণে আবারও জাপান শীর্ষে
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:১৫:৪৩ অপরাহ্ন

People wearing protective masks amid the coronavirus disease (COVID-19) outbreak, stand in front of cross walk in Tokyo, Japan, July 25, 2022. REUTERS/Kim Kyung-Hoon
আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও আবার কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই কমেছে। এ সময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৫ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৪৬৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালে এসব তথ্য পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় শতাধিক। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ১৩ হাজার ৬৪৫ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলানায় কমেছে ৬৫ হাজারের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এরপরই দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে হংকং, মেক্সিকো, রাশিয়া, তাইওয়ান ও দণি কোরিয়া।
গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৪০৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৯ হাজার ৮২২ জন মারা গেছেন।
হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৬৬ জন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৭৮ জন এবং মারা গেছেন ৫১ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ৪৫ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮০ জনের।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৫৫ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৪২ জনের।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৬৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৯০৯ জনের।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে তিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২১ হাজার ৯৭ জন মারা গেছেন। একইসময়ে দণি কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ৩৪ জন।