কালিঘাটে ৩ টন পলিথিন জব্দ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:২০:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কালিঘাটে ৬ টি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ পলিথিন মজুদ এবং বিক্রয়ের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। তিনি এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে কালিঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৬টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ পাওয়া যায়। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যাটেলিয়ন।