রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ৭৩ শতাংশ তুর্কি
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:২৩:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে প্রায় ৭৩ শতাংশ তুর্কি নাগরিক ভালো সম্পর্ক রাখতে চায় এবং ৬৩ শতাংশ মনে করে, রাশিয়া দেশ হিসেবে বন্ধুসুলভ। তুরস্কের সংস্থা গেজিসির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির প্রধান মুরাদ গেজিসি বলেন, জরিপের ফলাফলে পশ্চিমের চেয়ে রাশিয়ার ওপর তুরস্কের বাসিন্দাদের আস্থা দেখা গিয়েছে।
জরিপের ফল অনুযায়ী, ৬২ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী রাশিয়া বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে দেখে। ৬৮ দশমিক ৫ শতাংশ নাগরিক বিশ্বাস করে, রাশিয়া তুর্কি অর্থনীতিতে সাহায্য করে এবং ৭২ দশমিক ৮ শতাংশ মনে করে, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত।
এ ছাড়া গেজিসি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে দেখে এমন তুর্কিদের সংখ্যা ৯০ শতাংশ বেড়েছে। ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর থেকে এ প্রবণতা তৈরি হয়েছে। গত ডিসেম্বরের শেষ দুদিনে আড়াই হাজার মানুষের মধ্যে জরিপটি চালানো হয়েছিল।