গণঅবস্থান থেকে নতুন কর্মসূচি দেবে বিএনপি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ১১:২২:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল বুধবার বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন শুরু করছে। এ নিয়ে দলগুলো ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বলে সংশ্লিষ্ট দল ও জোট নেতারা জানান। গণঅবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এই আন্দোলনের মূল দল বিএনপি নতুন কর্মসূচি ঠিক করতে সমমনা দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করেছে। গতকাল সোমবার ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছে। এসব বৈঠকে পরবর্তী কর্মসূচি হিসেবে আলোচনায় আছে এক জেলা থেকে আরেক জেলায় লংমার্চ, রোডমার্চ, পদযাত্রা ও পথসভা এবং ২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ পালন নিয়ে আলোচনা হয়েছে। সমমনা দল ও জোটের মতামতের পর পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। যত নির্যাতন করা হোক, এখান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই।’