নজিরবিহীন দাঙ্গা ব্রাজিলে, আটক ১৫০০
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩২:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা গত রোববার দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত এক হাজার ৫০০ জনকে গ্রপ্তার করেছে। খবর বিবিসির।
এদিকে পেটে ব্যথা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক হাসপাতালে গতকাল সোমবার ভর্তি হয়েছেন বলসোনারো। তার স্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বলসোনারোর অবস্থা গুরতর নয় বলে, ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রে থাকা বলসোনারো গত অক্টোবরে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার কাছে নির্বাচনে হেরে যান। তবে তার সমর্থকরা তার এই হার মেনে নিতে অসম্মতি জানায় এবং তারা সামরিক উত্থানের আহ্বান জানিয়ে লুলার পদত্যাগ দাবি করে। এরপর গত ১ জানুয়ারি লুলার শপথ গ্রহণের সপ্তাহখানেক পরেই দেশটিতে এই নজিরবিহীন দাঙ্গার ঘটনা ঘটল।
লুলা বিক্ষোভকারীদের “ধর্মান্ধ ফ্যাসিস্ট” বলে উল্লেখ করেন এবং তাদের শাস্তি দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এ ছাড়া তিনি এ হামলার জন্য বলসোনারোর উস্কানিকে দায়ী করেছেন।
বিবিসির আজকের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববারের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশটিতে গণতন্ত্রপন্থী র্যালিতে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তারা বলসোনারোকে জেলে পাঠানোর আহ্বান জানিয়েছে।